'মিঠাই' ধারাবাহিকের দুই অভিনেতা অভিনেত্রীর বিয়ে নিয়ে বারে বারেই শিরোনামে উঠে এসেছেন তিনি। খোদ 'মিঠাই'। সম্প্রতি বিয়ে করেছেন আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী, আর সেখানেই বারে বারে ফিরে এসেছে সৌমিতৃষার নাম। একসময়ে আদৃতের সঙ্গে সৌমিতৃষার সম্পর্ক ছিল বলেই মনে করেন অনেকে। তবে পরিণতি পায়নি সেই সম্পর্ক। আদৃতের বিয়েতে আমন্ত্রণ পর্যন্ত পাননি 'মিঠাই'। অথচ হাজির ছিলেন 'মিঠাই' পরিবারের বাকি সবাইও। সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে এই বিয়ে নিয়ে মুখ খুলেছেন সৌমিতৃষা। 'মিঠাই' বলছেন, 'আমাদের ধারাবাহিকটা শেষ হয়ে গিয়েছে। আমরা সবাই জীবনে এগিয়ে গিয়েছি' সৌমিতৃষা আরও বলছেন, 'আমরা সবাই ব্যক্তিগত জীবন নিয়ে খুশি। আদৃতের সঙ্গে আমার সমস্যা হয়নি কখনও' সৌমিতৃষা আরও বলেন, 'আমরা সবাই নিজেদের জীবন নিয়ে খুশি। ধারাবাহিকও শেষ। ব্যাস।' আপাতত বড়পর্দার কাজে ব্যস্ত সৌমিতৃষা। শ্যুটিং করছেন নতুন ছবি। ১০ই জুন ছবিতে সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে সৌমিতৃষাকে