তিনি শ্রীদেবী কন্যা। আর তাই, ছোট থেকেই খ্যাতির আলো তাঁকে ঘিরে। জাহ্নবী কপূর। তবে এই খ্যাতির উল্টোদিকও রয়েছে। মাত্র ১২ বছর বয়সে, শরীর নিয়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হতে হয়েছিল জাহ্নবীকে। জাহ্নবী বলেছেন, মাত্র ১২ বছর বয়সে তাঁর মর্ফ করা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছিল প্রাপ্তবয়স্ক ওয়েব সাইডে। শুধু তাই নয়, জাহ্নবীর এই ছবি নাকি ছড়িয়ে পড়েছিল তাঁর স্কুলেও। এতে হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে। জাহ্নবী জানিয়েছেন, সেই সময়ে খুশিকে দেখলে পর্যন্ত ছবিশিকারীরা ছুটে আসতেন, বিনা দোষে মুখ লুকোতেন জাহ্নবীও। চতুর্থ শ্রেণীতে কম্পিউটারের ক্লাসে ঢুকে জাহ্নবী দেখেছিলেন, সবার কম্পিউটারে তাঁরই ছবি খোলা। শরীরে এত লোম কেন, সেই নিয়েও কটাক্ষ শুনতে হয়েছিল জাহ্নবীকে। জাহ্নবী বলেছেন, সেই সময়ে মর্ফ করা ছবিকেই সত্যি বলে মনে করত ছাত্রছাত্রীরা। তবে বর্তমানে নিজেকে নায়িকাসুলভ করে গড়ে তুলেছেন জাহ্নবী, এখন তিনি আত্মবিশ্বাসী। তবে অতীতের সেই তিক্ত অভিজ্ঞতা আজও ভুলতে পারেননি জাহ্নবী।