চলছে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। প্রত্যেক বছরের মতো এবারও ভারত থেকে একাধিক শিল্পী হাঁটছেন রেড কার্পেটে। এই বছর রেড কার্পেটে ডেবিউ করলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। প্রথম দিনেই কাড়লেন নজর। ধবধবে আইভরি থাই-চেরা গাউনে রীতি মতো ঝড় তুললেন অনুরাগীদের হৃদয়ে। নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে সেই বিশেষ পোশাকে পোজ দিতে দেখা গেল। অভিনেত্রীর পরনে আইভরি গাউন, যার ডিপ নেকলাইন, থাই পর্যন্ত চেরা। সেই সঙ্গে সামঞ্জস্য রেখে কানে বড় দুল ও হিল জুতো। ভিডিওর শুরুতেই দেখা যায় গাড়ি থেকে নামছেন কিয়ারা। এরপর তিনি হেঁটে এগিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পোজ দেন। ক্যাপশনে লেখেন, 'রেভেরায় রঁদেভু'। অভিনেত্রীর 'আলট্রা গ্ল্যাম' লুক দেখে চোখ ফেরাতে পারছেন না অনুরাগীরা। কমেন্ট বক্স ভরেছে প্রশংসায়। এক অনুরাগী তাঁকে সৌন্দর্যের 'দেবী' বলে আখ্যা দিয়েছেন। 'রেড সি ফিল্ম ফাউন্ডেশন উইমেন ইন সিনেমা'র গালা ডিনারে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। বিশ্বব্যাপী সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেয় তাঁর উপস্থিতি।