রেড কার্পেটে তাঁর হাজিরা একেবারেই বাঁধাধরা যদিও আজ পর্যন্ত বলিউডে তেমন কল্কে পাননি ঊর্বশী রাউতেলা কিন্তু বিদেশের রেড কার্পেটে বরাবরই চোখ ধাঁধানো উপস্থিতি তাঁর কান চলচ্চিত্র উৎসবে এবারও তার অন্যথা হতে দিলেন না ঊর্বশী উজ্জ্বল গোলাপি রঙের গাউনে সকলের নজর কেড়েছেন তিনি কিন্তু সেখানে ওই সাজগোজের খরচও নজর কেড়েছে সকলের কান-এ ৪ লক্ষ ১৭ হাজার টাকার গাউন পরেছেন ঊর্বশী সেই সঙ্গে গয়নাই পরেন প্রায় ৭ কোটি টাকার বিরল গোলাপি রঙের হিরের হেয়ারব্যান্ড পরেছিলেন পরেছিলেন হিরের গয়নাও, ঊর্বশীর মহার্ঘ উপস্থিত তাই নজর কেড়েছে