আলিয়া ভট্ট, কঙ্গনা রানাউতের মতো তাবড় তাবড় অভিনেত্রীকেও ছবির আয়ের নিরিখে হারিয়ে দিয়েছেন এই অভিনেত্রী



অথচ একটা সময় নাকি তাঁকে দেখতে ভাল নয় বলে বারে বারে বাতিল হতে হয়েছিল ছবি থেকে!



এই অভিনেত্রী আর কেউ নন, তিনি আদাহ্ শর্মা। অভিনয়ই ছিল তাঁর ধ্যানজ্ঞান।



আদাহ্ মুম্বইতে জন্মগ্রহণ করেছিলেন। ছোট থেকেই তাঁর ভাল লাগত অভিনয়।



দ্বাদশ শ্রেণীর পরে আদাহ সিদ্ধান্ত নেন, তিনি আর পড়াশোনা চালাবেন না। মন দেবেন অভিনয়ে।



তবে অডিশন দিতে গিয়ে বারে বারেই খালি হাতে ফিরতে হয়েছিল আদাহ্ কে।



দেখতে ভাল নয়, এই অজুহাতে একাধিক প্রযোজক পরিচালক বাতিল করেছিলেন আদাহ্ শর্মাকে



হার মানেননি আদাহ্, তিনি মনে করেছিলেন, তাঁর জন্য কোনও না কোনও চরিত্র ঠিকই রয়েছে।



অবশেষে '১৯২০' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন আদাহ্ শর্মা



'দ্য কেরালা স্টোরি'-র মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আদাহ্ শর্মা।