স্বপ্নের সাতপাক কৌশাম্বির, আদৃতের সঙ্গে এবার মধুচন্দ্রিমায় গেলেন 'মিঠাই' অভিনেত্রী। আদৃত ও কৌশাম্বি কখনোই প্রেমের স্বীকারোক্তি করেননি, একসঙ্গে ছবিও শেয়ার করতেন না তাঁরা। সোশ্যাল মিডিয়ায় একেবারে বিয়ের খবরই শেয়ার করে নিয়েছিলেন কৌশাম্বি। 'মিঠাই' ধারাবাহিক চলাকালীনই আদৃত ও কৌশাম্বির ঘনিষ্ঠতা বাড়ে, তারপরে প্রেম। সৌমিতৃষার সঙ্গে প্রেমের গুঞ্জন থাকলেও, কৌশাম্বির সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন আদৃত। বিয়ের পরে কৌশাম্বির হাত ধরেই গোয়ায় মধুচন্দ্রিমা যাপনে পাড়ি দিয়েছেন আদৃত। গোয়ার ফোর্ট আগুয়ার থেকে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি। আদৃত যখন পশুপ্রেমী। ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন কৌশাম্বি আদৃতের হাতে হাত, আগুয়ার ফোর্টে কৌশাম্বির মধুচন্দ্রিমার মিষ্টি ছবি। সমুদ্রস্নাত। গোয়ার বালুকাবেলায় উজ্জ্বল পোশাকে রোদ পোহাচ্ছেন কৌশাম্বি