বক্স অফিসে যেমনই ব্যবসা করুক তাঁর অভিনীত ছবি কিন্তু বরাবরই খবরের শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর তাঁর পোশাক-পরিচ্ছদের দিকেও নজর থাকে সকলের আবারও নজর কাড়লেন বলিউডের ফ্যাশনিস্তা জাহ্নবী মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির প্রচারে পরেন পাওডার ব্লু শাড়ি কিন্তু শাড়ির আঁচলটিই নজর কাড়ে অনুরাগী থেকে নেটিজেনদের জাহ্নবীর শাড়ির আঁচলে ক্রিকেট ইতিহাস ফুটিয়ে তোলেন শিল্পী ১৯৮৩ সালে ক্রিকেট বিশ্বকাপ জিতে ফেরে ভারতীয় দল সেই ম্যাচরই বিভিন্ন মুহূর্ত নিপুণ ভাবে ফুটিয়ে তোলা হয় রাজকুমার রাওয়ের সঙ্গে ওই শাড়ি পরে প্রচার সারেন জাহ্নবী তাঁর সাজগোজ এবং রুচিবোধের প্রশংসা করেছেন অনুরাগীরা