নেড়া মাথা, ব্যাগি জিনসের সঙ্গে অফ শোলডার টপ! এ কোন রুক্মিণী মৈত্র! নতুন ছবি 'বুমেরাং'-এর লুক প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেত্রী রুক্মিণী। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী, একটি মানুষ ও একটি রোবটের ভূমিকায় আজ প্রকাশ্যে এসেছে রুক্মিণীর রোবট লুকের লুক, যা দেখে চমকে উঠেছেন সবাই। রোবটের মেকআপ করতে, ২ ঘণ্টা সময় লাগত রুক্মিণী মৈত্রর। অভিনেত্রী বলছেন, 'এত আত্মবিশ্বাসী আগে কখনও মনে হয়নি নিজেকে'। এই ছবিতে যে তাঁর লুকে চমক রয়েছে, আগেই সেই কথা বলেছিলেন রুক্মিণী মৈত্র আগামী মাসেই মুক্তি পাবে রুক্মিণী মৈত্রর এই ছবি। এই প্রথম জিতের সঙ্গে কাজ করছেন রুক্মিণী মৈত্র