দীর্ঘদিন পরে কি বড়পর্দায় ফিরছেন 'স্বপ্নসুন্দরী' হেমা মালিনী? সদ্য এই বিষয়ে মুখ খুলেছেন তিনি।



একসময় বড়পর্দায় কার্যত দাপিয়ে অভিনয় করেছেন হেমা মালিনী। তবে এখন তিনি দীর্ঘদিন হল বড়পর্দা থেকে দূরে



রাজনীতির মঞ্চে এখন বেশ দক্ষ তিনি। পাশাপাশি হেমা মালিনী বজায় রেখেছেন নৃত্যানুষ্ঠানও।



তবে মঞ্চের পাশাপাশি, হেমা মালিনীকে ফের পর্দায় দেখতে চান তাঁর তামাম অনুরাগীরা।



আর এবার নিজের পর্দায় ফেরা নিয়েই মুখ খুলেছেন হেমা মালিনী।



হেমা মালিনীর মতে, আজকালকার সিনেমায় তিনি আর মানানসই নন। ফলে অফার এলেও তিনি ছবি করতে চান না



হেমা মালিনী মনে করেন, যদি তাঁকে ভেবে কোনও ছবি তৈরি হয়, তবেই একমাত্র তিনি অভিনয় করতে পারেন।



সদ্য এশা দেওল -ও মায়ের সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন, মা তবেই পর্দায় আসতে পারেন, যদি কিছু মানানসই হয়।



ফলে সরাসরি উল্লেখ না করলেও বকলমে বড়পর্দায় ফেরার সুযোগ একরকম নাকচই করে দেন হেমা



তবু অনুরাগীরা আশায় রয়েছেন, হেমা মালিনীকে ফের দেখা যাবে বড়পর্দায়