কার্তিক আরিয়ান কি প্রেমে পড়েছেন? প্রেমিকা তাঁরই সিনেমার নায়িকা শ্রীলীলা?



সম্প্রতি বলিউডে ছড়িয়ে পড়েছেন এই গুঞ্জন যে শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক।



কার্তিক-শ্রীলীলার আলাপের বয়স ১ মাস, কিন্তু তাতেই নাকি তাঁদের প্রেম ছাদনাতলায় গড়াচ্ছে?



কয়েক দিন আগেই কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তাঁর আসন্ন ছবির নায়িকাকে



আপাতত উত্তরবঙ্গে ও সিকিমে অনুরাগ বসুর নতুন ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কার্তিক ও শ্রীলীলা।



সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার করতে ব্যস্ত অনুরাগীরা



তবে কার্তিকের সাফ কথা, তিনি নাকি এখনও সিঙ্গল। কোনও সম্পর্কে নেই।



কার্তিক বলেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে



কার্তিকের কথায়, আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে



কার্তিকের কথায়, সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে