বিয়ে, বিচ্ছেদ.. ব্যক্তিগত জীবন তছনছ। ইন্ডাস্ট্রির কাজেও এর প্রভাব পড়েছিল চাহাত খান্না-র জীবনে!



চাহাত খান্না টেলিভিশন জগতের খুব পরিচিত একটা নাম। 'হিরো-ভক্তি হি শক্তি হ্যায়' ধারাবাহিকের হাত ধরে কাজ শুরু করেছিলেন তিনি



ব্যক্তিগত জীবনে দু-বার বিয়ে হয়েছে চাহাত খান্নার। কিন্তু সেই বিয়ে টেঁকেনি।



প্রথম জীবনে ৬ বছর প্রেম করার পরে বিয়ে করেছিলেন চাহাত খান্না। কিন্তু ৪ মাসের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়।



এরপরে ২০১৩ সালে ফের বিয়ে করেন চাহাত, কিন্তু ২০১৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।



চাহাতের দুই সন্তান রয়েছেন, একজন চাহাতের সঙ্গে থাকেন আর একজন তাঁর প্রাক্তন স্বামীর সঙ্গে।



চাহাত বলেছেন, ব্যক্তিগত জীবনের জন্য ইন্ডাস্ট্রিতে তাঁর কাজ পেতে সমস্যা হয়েছিল।



অনেকেই চাহাতকে নাকি কাজে নিতে চাইতেন না তাঁর ব্যক্তিগত জীবনের বিতর্কের জন্য



ইন্ডাস্ট্রিতে কাজ পেতে সমস্যা হত চাহাতের, একের পর এক কাজ হারিয়েছেন তিনি



তবে 'বড়ে আচ্ছে লাগতে হ্যায়'-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন চাহাত