২০২৩ সাল থেকেই তাঁকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। সেলেবদের পার্টির একেবারে অন্দরে পৌঁছে যাওয়া এই ওরি আসলে কে?



ওরির পরিচয় কী? তাঁর পেশাই বা কী? অধিকাংশ মানুষের কাছেই এখনও ওরির চরিত্র রীতিমতো রহস্যে মোড়া।



জানা যায়, ওরির আসল নাম ওরহান আওয়াতরামানি (Orhan Awatramani)। পরে নিজের নাম বদলে ফেলেছেন তিনি।



ফাইন আর্টস ও কমিউনিকেসন ডিজাইন-এ ডিগ্রি নিয়েছেন ওরি। নিউ ইয়র্কের Parsons School of Design-এ পড়েছেন তিনি।



ওরির আসল পেশা কী, তা রহস্যাবৃত। তাঁর লিঙ্কডইন প্রোফাইল বলে, তিনি কাজ করেন Reliance Industries Limited-এ।



লিঙ্কডইন-এ লেখা রয়েছে ওরি Reliance Industries Limited-এর একজন বিশেষ প্রোজেক্ট ম্যানেজার।



এর আগে অবশ্য ওরি জানিয়েছিলেন তিনি একটি নামজাদা দোকানের হয়ে গ্রাফিক্স ডিজাইন করেন।



এছাড়াও ওরি নিজেকে গায়ক ও গান লেখক হিসেবে পরিচয় দিয়েছেন কোথাও কোথাও।



কোথাও আবার ওরি নিজেকে ফ্যাশন ডিজাইনার বলেও পরিচয় দিয়েছেন।



তবে ওরি কী করে সমস্ত বলিউড পার্টিতে ডাক পান, সেটা এখনও রহস্যই।