ABP Ananda


আলিয়া ভট্ট কখনোই বেশি সাজগোজ করতে পছন্দ করেন না, এমনকি তাঁর বিয়ের সময়েও না!


ABP Ananda


আলিয়া ভট্ট নাকি বিয়ের সময়ও একেবারেই বেশি মেক আপ করতে চাননি।


ABP Ananda


বিয়ের সময়ে তাঁকে সাজানোর জন্য অন্তত ঘণ্টা ২ সময় চেয়েছিলেন আলিয়ার রূপটান শিল্পী।


ABP Ananda


কিন্তু একেবারেই রাজি ছিলেন না আলিয়া ভট্ট, তিনি সময় বেঁধে দিয়েছিলেন মাত্র ৪৫ মিনিট।


ABP Ananda


আলিয়া বলেছিলেন তিনি ৪৫ মিনিটের বেশি রূপটানে সময় দিতে পারবেন না।


ABP Ananda


প্রথম আলিয়া চেয়েছিলেন বিয়ের সময় খুবই সাদামাটা সাজতে, সেটা সময় কম দেওয়ার একটি কারণ।


ABP Ananda


দ্বিতীয়ত আলিয়ার ‘অ্যাটেনশন ডেফিসিট ডিজ়অর্ডার’ রয়েছে বলে তিনি দাবি করেছেন।


ABP Ananda


সেটাও তাঁর রূপটানের কারণে বেশি সময় দেওয়াটাকে সময় নষ্ট বলেই মনে হয়েছিল