চুল স্ট্রেট হলে তো যত্ন নেওয়া সোজা। কিন্তু যদি আপনার চুল হয় কঙ্গনা রানাউতের মতোই কার্লি?



কিভাবে নেবেন কোঁচকানো চুলের যত্ন? কয়েকটা সহজ টিপস জেনে নিন চটপট



চুল যদি ঢেউ খেলানো বা কোঁচকানো হয়.. তাহলে সবসময়ে ব্যবহার করুন সালফেড ফ্রি শ্যাম্পু



কার্লি চুল সাধারণত খুব সহজে শুষ্ক হয়ে যায়। প্রত্যেকবার শ্যাম্পু করার পরে ব্যবহার করুন হেয়ার মাস্ক ও কন্ডিশনার।



শ্যাম্পু করার পরে, চুল ভাল করে মুছে নিয়ে লাগিয়ে নিন লিভ-ইন কন্ডিশনার। এতে চুল থাকবে নরম ও জটমুক্ত



চুল ভাল রাখতে সপ্তাহে ২-৩ দিন হালকা অয়েল ম্যাসাজ নিতে পারেন। এতে চুল থাকবে হাইড্রেটেড



তবে যদি খুশকি বা অয়েলি স্কাল্পের সমস্যা থাকে তাহলে মাথায় তেল দেওয়া যাবে না



সুতি বা মাইক্রো ফাইবারের তোয়ালে দিয়ে স্নানের ফলে যতটা সম্ভব চুল মুছে ফেলুন



শোবার সময় ব্যবহার করুন সিল্কের টুপি। এতে চুল বালিশে ঘষা খাবে না।



হেয়ার স্ট্রেননার বা হেয়ার ড্রায়ারের মতো জিনিস কার্লি চুলে যত কম ব্যবহার করা যায় ততই ভাল।



যে কোনও রকম ট্রিটমেন্ট যেন হেয়ার স্ট্রেটনিং বা স্মুদনিং চুল নষ্ট করে দেয়।