উচ্চশিক্ষা শেষ করে চাকরি খোঁজার দিন কার্যতই শেষ সোশ্যাল মিডিয়াই এখন রোজগারের মাধ্যম হয়ে উঠেছে শুধুমাত্র তারকাদের নকল করেই দিনযাপন করেন বহু মানুষ চাঁদনি ভাবড়াও আলিয়া ভট্টের নকল করার জন্যই জনপ্রিয় এবার ২০ লক্ষের বেশি টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কিনলেন চাঁদনি এর আগে মাত্র ২৫ বছর বয়সে মুম্বইয়ে ফ্ল্যাট কেনেন তিনি অভিনেতা অক্ষয়ক কুমারের থেকে ওই ফ্ল্যাটটি কেনেন চাঁদনি চাঁদনির পর পর এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর অনুগামীরা আগামী দিনে তাঁকে আরও এগিয়ে যাওয়ার শুভেচ্ছা জানিয়েছেন সকলে এর আগে চাঁদনির প্রশংসা করেছিলেন খোদ আলিয়াও