ফের আরও একটি লোকসভা নির্বাচন, তবে এবার আর প্রচারের ব্যস্ততা নেই তাঁর। ২০২৪ সালের লোকসভা ভোটে লড়ার টিকিট পাননি বিদায়ী সাংসদ নুসরত জাহান। শুধু তাই নয়, শোনা যাচ্ছে দলের সঙ্গে তাঁর দূরত্বও বেড়েছে এই ৫ বছরে। ২০১৯ সালের লোকসভা ভোটে বিজয়ী হওয়ার পরপরই বিদেশে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরত। তবে বিভিন্ন সমস্যার কারণেই আইনি পথে হেঁটেছিলেন তাঁরা। ২০২১ সালে আইনত বিচ্ছেদ হয় তাঁদের। এর মধ্যেই শোনা গিয়েছিল যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের সম্পর্কের গুঞ্জন, বর্তমানে যশের সঙ্গেই বিবাহিত তিনি। যশ ও নুসরতের এক পুত্রসন্তানও রয়েছে, ঈশান। আপাতত নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন, কেরিয়ারে মনোনিবেশ করেছেন নুসরত। দলের সঙ্গে তাঁর দূরত্ব ইতিমধ্যেই বাড়ছিল, নুসরতকে এলাকায় দেখা না যাওয়ার অভিযোগ তো ছিলই। টিকিট তো পাননি বটেই, ভোট প্রচারের সমস্তরকম রাজনৈতিক সমাবেশ থেকেও দূরে রয়েছেন নুসরত। আগামীতে নুসরতের রাজনৈতিক কেরিয়ার যে কোন পথে হাঁটবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।