ABP Ananda


তাঁর পায়ের তলায় সর্ষে, কাজের থেকে একটু ছুটি পেলেই তিনি সফরে বেরিয়ে পড়েন, তবে একা।


ABP Ananda


মধুমিতা সরকার, যাঁর সোশ্যাল মিডিয়া দফায় দফায় ভরা থাকে ভ্রমণের ছবিতেই। তবে সবই একা।


ABP Ananda


কেন বন্ধু বা পরিবারের সঙ্গে নয়, একাই ঘুরতে ভালবাসেন মধুমিতা? দাদাগিরিতে খোলসা করলেন সেই কথাই।


ABP Ananda


মধুমিতা পাহাড়ে ঘুরতে ভালবাসেন, বিশেষ করে তাঁর প্রিয় হিমালয়ের যে কোনও রেঞ্জ।


ABP Ananda


মধুমিতা বিশ্বাস করেন, নিজের সঙ্গে নিজের সময় কাটানো ভীষণ জরুরি। আর তাই, একা সফর তাঁর এত প্রিয়।


ABP Ananda


মধুমিতা বলছেন, একা সফর তাঁর মন ভাল করে দেয়। অনেকটা ধ্যানের মতোই কাজ করে নাকি।


ABP Ananda


তবে একেবারে একা নন, জঙ্গলে ঘুরতে গেলে সবসময়েই নাকি বিপদের ভয়ে পথপ্রদর্শকের সাহায্য নেন অভিনেত্রী।


ABP Ananda


মজা করে সৌরভ বলেন, ছবিগুলো কে তুলে দেয় আমি অবশ্য জানি না।


ABP Ananda


উত্তরে মধুমিতা হেসে জানান, তাঁকে ফ্রেমবন্দি করেন পথপ্রদর্শকই।