পূর্বসূরীর সঙ্গে বলিউড কেন অভিনয়েরও যোগ ছিল না কখনও, কিন্তু তাঁর স্বপ্ন ছিল অভিনয়।



কেবল অভিনয়ের টানেই মাত্র ৫ হাজার টাকা নিয়ে মায়ানগরীতে পা রেখেছিলেন নোরা ফতেহি



কাস্টিং ডিরেক্টরের অফিস থেকে বেরিয়ে আসতে হয়েছে কাঁদতে কাঁদতে, সহ্য করতে হয়েছে অনেক অপমান



৬ বছরেরও বেশি সময়ের লড়াইয়ের পর আজ সাফল্যের মুখ দেখেছেন নোরা ফতেহি



কেবল মায়ানগরীর লড়াই নয়, অভিনয়ের রাস্তায় হাঁটার জন্য বাড়ি থেকেও সমর্থন পাননি নোরা



নোরা জানিয়েছেন, বাড়ির মেয়ে সিনেমায় কাজ করবে, ব্যাপারটা কখনও মেনেই নিতে পারেনি তাঁর পরিবার



কিন্তু রুপোলি পর্দার হাতছানি এড়াতে পারেননি তিনি। তাই একরকম পালিয়েই এসেছিলেন মুম্বইয়ে



'রোয়ার: দ্য টাইগার্স অব দ্য সুন্দরবনস' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন নোরা



'বাহুবলী' ছবির আইটেম গানে দেখা গিয়েছিল নোরাকে। 'বিগ বস' ও 'ঝলক দিখ লা জা'-শো-এ অংশ নিয়েছিলেন



বর্তমানে 'কুসু কুসু' থেকে শুরু করে তাঁর নতুন মিউজিক ভিডিও 'নাচ মেরি রানি' দর্শকদের মন কেড়েছে।