দিওয়ালিতে উৎসবের আমেজে মায়ানগরীর তারকারাও ছোট্ট রাহাকে নিয়ে দিওয়ালি পালন আলিয়া ভট্ট ও রণবীর কপূরের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন, বাবার কোলেই রইল রাহা একসঙ্গে আরতিও তিন জনের, নজর কাড়ল ছোট্ট রাহা বিদেশে থাকলেও, উৎসব মোটেই বাদ গেল না নিক জোনাস ও মালতী মেরির সঙ্গে দিওয়ালি উদযাপন প্রিয়ঙ্কা চোপড়ার বিদেশের বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করলেন ভারতীয় সাজে ধরা দিলেন প্রিয়ঙ্কা, নিক এবং মালতী পুজোর ফাঁকে চলল তিন জনের খুনসুটিও কর্মব্যস্ততা সরিয়ে রেখে পরিবারের সঙ্গেই উৎসব পালন তারকাদের