abp live

এত মেকআপ আর শ্যুটিং, তার মধ্যেও কীভাবে নিজের ত্বককে ঝলমলে রাখেন অনন্যা পাণ্ডে?

abp live

অনন্যা প্রথমেই খেয়াল রাখেন তাঁর ত্বক পরিস্কার কি না। শুতে যাওয়ার আগে তিনি মুখ পরিস্কার করে ধুয়ে ফেলেন রোজ।

abp live

বাইরে বেরোলে, এমনকি বাড়িতে থাকলেও সবসময় সানস্ক্রিন ব্যবহার করেন অনন্যা। শুধু মুখে নয়, হাতে, গলাতেও মাখেন সানস্ক্রিন।

abp live

অনন্যা স্কিনে সিরাম ব্যবহার করেন, তিনি ত্বক আর্দ্র রাখতে ব্যবহার করেন গ্লাইকোলিক অ্যাসিড।

abp live

ত্বক আর্দ্র রাখার জন্য সবসময় ফেস ক্রিম ব্যবহার করেন অনন্যা, এতে ত্বক সবসময় আর্দ্র থাকে।

abp live

শুধু ত্বক নয়, ঠোঁট যাতে কখনও রুক্ষ না হয়ে যায়, সেই জন্য অনন্যা সবসময় ব্যবহার করেন লিপ বাম।

abp live

ত্বক আর্দ্র রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করেন অনন্যা।

abp live

দিনের মধ্যে বেশ কয়েকবার গোলাপ জল দিয়ে নিজের মুখ ধুয়ে ফেলেন অনন্যা।

abp live

ত্বক এবং চুল ভাল রাখতে অ্যালোভেরা জেল ব্য়বহার করেন অনন্যা।

abp live

কেবল মুখ নয়, গোটা শরীরের ত্বকই যাতে আর্দ্র থাকে সেইদিকে খেয়াল রাখেন অনন্যা।