শাহরুখ খান কেবল একজন ভাল অভিনেতা নন, একজন সুবক্তাও।



সাফল্য পাওয়া নিয়ে কী মনে করেন খোদ শাহরুখ খান? সদ্য একটি অনুষ্ঠানে এসে সেই কথা বলেছেন তিনি।



শাহরুখের যুক্তি, সাফল্য পেতে হলে খাবার খাবেন না।



কারণ সারাদিন মাথায় খাবার কথা ঘুরতে থাকে আর খাবার পরেই বিশ্রাম নিতে ইচ্ছে করে।



দ্বিতীয়ত শাহরুখ মনে করেন, যদি ত্য়াগ না করতে পারেন, তাহলে সফল হবেন না।



সফলতার পথে অনেক কিছুই ত্যাগ করতে হয় বলেই বিশ্বাস করেন শাহরুখ।



তৃতীয়ত শাহরুখ মনে করেন, কষ্ট আর দুঃখ পেলেই তবেই সাফল্য পাওয়া যায়।



শাহরুখ মনে করেন দুঃখ আর কষ্ট পার করতে পারলে তবেই তার পিছন পিছন আসে সাফল্য



শাহরুখ বিশ্বাস করেন, বিশ্রাম নেওয়া সফলতার পক্ষে বাধা। বিশ্রাম না নিয়ে কাজ করে যেতে হবে।



শাহরুখের মতে, যখনই কোনও মানুষ অস্থির থাকে, তখনই সে সাফল্য পায়।