আলিয়া ভট্ট.. তাঁর ফ্যাশান স্টেটমেন্ট তুলনাহীন। সেই ঝলক দেখা গেল 'কান'-এর লাল গালিচাতেও!

Published by: ABP Ananda
Image Source: Alia Bhatt/Instagram

'কান'-এর লাল গালিচায় আলিয়ার যে লুকটি সবচেয়ে চর্চায়, সেটি হল তাঁর 'গুচি'-র শাড়ি লুক।

Image Source: Alia Bhatt/Instagram

আলিয়ার বিশেষভাবে তৈরি এই শাড়িতে GG Monogram pattern-এ ক্রিস্টাল বসানো ছিল।

Image Source: Alia Bhatt/Instagram

শাড়িটি মূলত ৩টি ভাবে বিভক্ত ছিল, নীচে একটি লেহঙ্গার মতো অংশ। ওপরে একটি ব্লাউজের মতো অংশ ও লম্বা ওড়না।

Image Source: Alia Bhatt/Instagram

আলিয়া এই শাড়ি পরে 'কান'-এর লাল গালিচায় পা রাখতেই তা নজর কেড়ে নেয় সব্বার।

Image Source: Alia Bhatt/Instagram

শাড়ির সঙ্গে মিলিয়ে একটি ক্রিস্টালের নেকপিস পরেছিলেন আলিয়া। খোলা রেখেছিলেন চুল।

Image Source: Alia Bhatt/Instagram

সোশ্যাল মিডিয়ায় অনেকে অবশ্য আলিয়ার এই পোশাককে শাড়ি বলতে রাজি নন। তাঁদের মতে, 'এ তো লেহঙ্গা চোলি'

Image Source: Alia Bhatt/Instagram

জানা যাচ্ছে, 'গুচি'-র তরফ থেকে তৈরি করা প্রথম কাস্টমাইজ় ডিজাইনার শাড়ি এটি।

Image Source: Alia Bhatt/Instagram

আলিয়ার এই শাড়িকে silhouette বলা হচ্ছে। গোটা শাড়িটিই যেন মনে হচ্ছে ক্রিস্টাল দিয়ে বানানো।

Image Source: Alia Bhatt/Instagram

ঝলমলে শাড়ির সঙ্গে রূপটান খুব হালকা রেখেছিলেন আলিয়া

Image Source: Alia Bhatt/Instagram