চূড়ান্ত অ্যাকশন থেকে শুরু করে একেবারে সঠিক নাচের স্টেপ.. সব জায়গাতেই দুর্দান্তভাবে খাপ খেয়ে যান অল্লু অর্জুন।



কিন্তু জানেন কী, ফিট থাকতে দিনভর কী কী থাকে অল্লু অর্জুনের প্লেটে? জেনে নেওয়া যাক।



সকালের জলখাবারে অল্লু অর্জুন খান এক বাটি সিরিয়াল বা ডিম এবং ফল



দুপুরের খাবারে অল্লু অর্জুন খান গ্রিল করা মুরগির মাংস ও ব্রাউন রাইস।



দুপুরের খাবারে অল্লুর পাতে থাকে মুসুর ডাল ও প্রোটিন বা ফ্রুট শেক



স্ন্যাকস হিসেবে অল্লু অর্জুন খান বাদাম ও বিভিন্ন ধরণের শস্য দানা বা বিভিন্ন সিডস।



রাতের খাবারে অল্লু অর্জুন খান ব্রাউন রাইস, সালার্ড, গ্রীন বিন ও সবজি সিদ্ধ।



খালি পেটে রোজ ৪৫ মিনিট করে কার্ডিও করেন অল্লু অর্জুন। এটাই তাঁর মূল শরীরচর্চা।



পুশ আর থেকে শুরু করে স্কোয়াড.. নিয়মিত অনেকটা সময়ই জিমে কাটান অল্লু অর্জুন।



জিমের বাইরে ফিট থাকতে সাইক্লিং করতে ভালবাসেন অল্লু অর্জুন। তিনি নিয়মিত সাইকেল চালান।