১৯৯৭ সালের ৬ মার্চ মুম্বইতে জন্মগ্রহণ করেন জাহ্নবী কপূর।



মুম্বই থেকেই স্কুলের পড়াশোনা শেষ করেন জাহ্নবী।



ছোটবেলা থেকেই ঠিক করেছিলেন অভিনেত্রী হবে। সেই লক্ষেই পড়াশোনা করে গিয়েছেন তিনি।



স্কুল শেষ করে ক্যালিফোর্নিয়ার একটি ফিল্ম ইনস্টিটিউট অভিনয় শিক্ষা নেন জাহ্নবী কপূর।



২০১৮ সালে 'ধড়ক' ছবির হাত ধরে, নায়িকা হিসেবেই প্রথমবার বলিউডে পা রাখেন জাহ্নবী



এরপরে তাঁকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি। আসতে থাকে একের পর এক অফার।



তবে কেরিয়ারে একাধিক ছবিই ফ্লপ হয়েছে জাহ্নবীর। ফুলের পাপড়িতে ঢাকা নয় তাঁর কেরিয়ার।



তার কেরিয়ারের একেবারে মাঝখানে কোভিড পরিস্থিতি আসার ফলে তাঁর একাধিক ছবি বড়পর্দায় মুক্তি পাওয়ার বদলে মুক্তি পায় ওটিটিতে



বর্তমানে বলিউড ছাড়িয়ে তেলুগু ছবিতেও পা রেখেছেন জাহ্নবী কপূর।



দর্শকদের অনুরাগীরাও অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীকে আরও বিভিন্ন চরিত্রে দেখার