তাঁদের প্রেম বহুচর্চিত। জানেন কী কীভাবে শুরু হয়েছিল অদিতি রাও হায়দারি আর সিদ্ধার্থের প্রেম? শোনা যায়, তেলুগু ফিল্ম 'মহা সমুদ্রম'-এ একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি প্রেমের শুরু হয়েছিল অদিতি ও সিদ্ধার্থের। শোনা যায়, এই ছবির শ্যুটিং ও প্রচারের সময়ে কাছাকাছি আসেন অদিতি ও সিদ্ধার্থ। ২০২১ সাল থেকে একে অপরের সঙ্গে ডেট করতে শুরু করেন অদিতি ও সিদ্ধার্থ। ২০২৪ সালের ২৮শে মার্চ সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে তাঁরা জানান, তাঁরা বাগদান সেরেছেন। অদিতি ও সিদ্ধার্থ আংটি পরা হাতের ছবি দিয়ে জানান, তাঁরা দুজনেই বাঁধা পড়েছেন সারা জীবনের জন্য। সেটাই ছিল তাঁদের প্রেমের জল্পনায় সিলমোহর। এরপরে পালা তাঁদের বিয়ের। সেপ্টেম্বরের ১৬ তারিখ মন্দিরে একটি ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন অদিতি ও সিদ্ধার্থ এরপরে, নভেম্বরের শেষের দিকে রাজস্থানের আলিলা ফোর্টে বসে তাঁদের বিয়ের রাজকীয় অনুষ্ঠান। অদিতি বিশ্বাস করেন ঘনিষ্ঠ জনেদের নিয়েই অনুষ্ঠানের আয়োজন করতে। সেটাই তিনি করেছেন নিজের বিয়েতে। সোশ্যাল মিডিয়ায় আলিলা ফোর্ট থেকে সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন অদিতি।