কাশ্মীরের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন সব জেনেও চুপ অভিনেত্রী আদাহ শর্মা।



সোশ্যাল মিডিয়ায় যখন সমস্ত অভিনেতা অভিনেত্রীরা শেয়ার করে নিচ্ছেন ক্ষোভ রাগের বার্তা তখন কিছুই বললেন না আদাহ!



তবে কি পহেলগাঁও-তে নিরীহ ২৬ জনের মৃত্যু একটুও নাড়া দিয়ে যায়নি আদাহ-কে?



সদ্য আদাহকে ছবিশিকারীরা প্রশ্ন করেছিল কাশ্মীরের বিষয় নিয়ে, পহেলগাঁও-তে হত্যার বিষয় নিয়ে



উত্তরে আদাহ বলেন, 'এই ধরনের হামলা সত্যিই খারাপ'



আদাহ আরও বলেন, কিন্তু এই নিয়ে আমি কিছু বললেই লোকে বলবে আমার রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে'



'দ্য কেরালা স্টোরি' ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন আদাহ শর্মা।



কিন্তু সেই ছবিকে প্রচার বলে দাগিয়ে দিয়েছিলেন দর্শকদের একাংশ।



সেই অভিমান থেকেই কি কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলতে চাইলেন না আদাহ?



সমাজমাধ্যমেও আদাহ নিজের কোনও মতামত শেয়ার করে নেননি।