২০১৪ সালে 'রাজযোটক' ধারাবাহিকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী



ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন অনামিকা, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন।



তবে দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে অনামিকা। কিন্তু কেন? কী হয়েছে তাঁর?



সম্প্রতি একটি শো-তে অনামিকা জানিয়েছিলেন, ইচ্ছাকৃত নয়। পর্দা থেকে দূরে রয়েছেন, কারণ তিনি কাজ পাচ্ছেন না।



এর কারণ হিসেবে অনামিকা বলেন, তথাকথিত নায়িকাদের মতো রোগা না হওয়াই তাঁর কাজ না পাওয়ার একমাত্র কারণ



একাধিক কাজ নাকি তাঁর হাত থেকে বেরিয়ে গিয়েছে কেবলমাত্র তিনি মোটা হয়ে গিয়েছেন বলে।



শেষবার 'শহরের উষ্ণতম দিনে'-র মতো বড়পর্দার ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনামিকা



অভিনেত্রী আরও জানিয়েছেন, এমনই পরিস্থিতি যে তিনি নতুন সংসার পেতে আর্থিক সংকটে পড়েছেন।



সঞ্চয় প্রায় শেষ তাঁর, অথচ কাজ মিলছে না। টলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অনামিকার।



কেবল ধারাবাহিক নয়, 'হইচই'-এর মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অনামিকা