মায়ানগরীতে একছাদের নীচে বলিউডের তাবড় তারকারা অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোনও সেজেগুজে হাজির হলেন বাড়ির অনুষ্ঠানে নজরকাড়া উপস্থিতি ইশা আম্বানির দেওর অনন্ত আম্বানির সঙ্গীতে গ্ল্যামারাস লুক শ্লোকা আম্বানির তবে সকলকে ছাপিয়ে গেলেন নীতী আম্বানি একাই মাধুরী দীক্ষিত হাজির হয়েছিলেন স্বামী শ্রীরাম নেনের সঙ্গে জেনিলিয়া এবং রিতেশ দেশমুখ হাসিমুখে পোজ দিলেন সন্তানকে বাড়িতে রেখে হাজির বরুণ ধওয়ন-নাতাশা দালাল কাজল আগরওয়াল একাই হাজির আম্বানিদের অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নন্দা নজর কাড়লেন অনেক দিন পর আবারও দেখা গেল সোনাল চৌহানকে বেদাঙ্গ রায়নাও ধোপদুরস্ত সাজে হাজির সঙ্গীতানুষ্ঠানে খুশি কপূর শাড়ি পরেন, তবে পোজ দেননি বেদাঙ্গের সঙ্গে আলিয়া-রণবীর-শাহিনের সঙ্গে আসেন আদিত্য রায় কপূর সানিয়া মালহোত্র একাই হাজির হন অনুষ্ঠানে ক্যাটরিনা আসেননি, একা এসেছিলেন ভিকি কৌশল সোনালী বেন্দ্রে হাজির হন স্বামী গোল্ডি বহেলের সঙ্গে অনন্ত এবং রাধিকা অতিথিদের স্বাগত জানান, খেয়ে যেতেও বলেন মহেন্দ্র সিংহ ধোনি ও স্ত্রী সাক্ষীও শামিল হন শাহিদ কপূর এবং মীরা রাজপুতের উপস্থিতি ছিল নজরকাড়া কিয়ারা আডবানি এসেছিলেন স্বামী সিদ্ধার্থের সঙ্গে অর্পিতা খান এবং আয়ুষ শর্মা রং মিলিয়ে পোশাক পরেন হার্দিকের পাশে দেখা যায়নি নাতাশাকে ব্রেকআপ নিয়ে গুঞ্জনের মধ্যে মায়ের সঙ্গে এসেছিলেন অনন্যা আলিয়া এবং রণবীরও রং মিলিয়েই সাজেন ওজন ঝরিয়ে একেবারে ফিটফাট বিদ্যা, পাশে সিদ্ধার্থ প্রিয় বান্ধবী দিশা পাটনি ও মৌনী রায় একফ্রেমে আলিজে অগ্নিহোত্রী গ্ল্যামারাস লুকে হাজির