বলিউডে পদার্পণ ঘটেছিল মাত্র কিছুদিন আগেই বিপুল সাফল্য পায় তাঁর অভিনীত ছবি Animal কিন্তু এবার বিতর্কে জড়ালেন Miss Pakistan শফিনা শাহ জোর করে টাকা আদায়, লোক ঠকানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে Miss Pakistan সংস্থার ডিরেক্টরই মারাত্মক অভিযোগ তুলেছেন শফিনা এবং তাঁর মা নানা অছিলায় টাকা আদায় করতেন বলে অভিযোগ সিনেমাতেও টাকা ঢালতে নাকি চাপ সৃষ্টি করতেন শফিনা ৩৮ বছর বয়স হলেও, মিথ্যে বলে প্রতিযোগিতায় অংশ নেন বলে অভিযোগ শফিনার Miss Pakistan শিরোপা কেড়ে নেওয়া হল আগামী দিনে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি