অজয় দেবগণ তাঁর আসল নাম নয়। তাঁর জন্মের পর নাম রাখা হয়েছিল বিশাল বীরু দেবগণ। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে নাম বদলের সিদ্ধান্ত নেন।



এখন তিনি বড়পর্দার নায়ক। কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি পা রেখেছিলেন শিশুশিল্পী হিসেবে। ১৯৮৫ সালে 'পেয়ারি বেহনা' ছবিতে ডেবিউ করেন তিনি।



নিপুণ, নিখুঁত অভিনেতাই কেবল নন, অজয় দেবগণ মার্শাল আর্টসেও পারদর্শী। তায়কোন্ডোতে তিনি ব্ল্যাক বেল্ট।



গভীর ও সিরিয়াস চরিত্রে বলিউডের অন্যতম সেরা চয়েস অজয় দেবগণ। বলা হয়, চোখ দিয়েই অর্ধেক অভিনয় সেরে ফেলতে পারেন অজয়।



পরিচালনায় হাতেখড়ি হয় তাঁর ২০০৮ সালে। ছবির নাম 'ইউ মি অউর হম'। ছবিতে স্ত্রী কাজলের সঙ্গে অভিনয় করেন তিনি। রোম্যান্টিক ড্রামা ঘরানার ছবি ছিল সেটি।



ছবিতে ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা যায় অভিনেতাকে প্রায়ই। সেই স্টান্টের অধিকাংশই তিনি নিজেই করেন।



অজয় দেবগণ 'গাড়ি বিলাসী' বা বলা ভাল গাড়ির শৌখিন। তাঁর নিজের সঞ্চয়ে একাধিক বিলাসবহুল ও ভিন্টেজ গাড়ি রয়েছে।



অজয় দেবগণ একজন সমাজকর্মীও বটে। একাধিক সামাজিক ইস্যুর পক্ষে থাকেন তিনি যার মধ্যে শিশু স্বাস্থ্য ও শিশু শিক্ষা অন্যতম।



অজয় প্রায় ১০০টিরও বেশি হিন্দি ছবিতে কাজ করেছেন। তবে তার সঙ্গে একাধিক আঞ্চলিক ভাষার ছবিতেও কাজ করেছেন।



অজয় দেবগণের ট্যাটু আছে। শরীরে ট্যাটু করে মেয়ের নাম লিখিয়েছেন তারকা। বুকে নায়সা ট্যাটু আছে তাঁর।



Thanks for Reading. UP NEXT

বিয়ের জন্য ওজন কমাবেন? মেনে চলুন পরিণীতির ডায়েটো

View next story