বিয়ে তো যে কোনও মেয়ের কাছেই স্বপ্নের দিন। সেইদিন সবচেয়ে সুন্দর দেখাতে চান যে কোনও নারীই। ব্যতিত নন তারকারাও, নিজের বিয়ের জন্য কী ডায়েট পরিকল্পনা করেছিলেন পরিণীতি চোপড়া? দেখে নেওয়া যাক শারীরিক সমস্যার কারণে, পরিণীতি প্রথমেই নিজের ডায়েট থেকে বাদ দিয়ে দিয়েছিলেন ডিম ও দুধ। সকালের জলখাবারে সামান্য মাখন দিয়ে ব্রাউন ব্রেড খেতেন পরিণীতি, সঙ্গে ডিমের সাদা অংশ। রাতে ভাত-রুটি আর সবজি খেতেন পরিণীতি, সবই বাড়িতে তৈরি করা। খুব তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিতে পরিণীতি। এতে হজম হয় ভাল, ঝরে ওজনও। নিয়ম করে জিমে যান পরিণীতি, এই নিয়মের এখনও অন্যথা করেন না তিনি। শরীরচর্চার অন্য একটি উপায় হিসেবে কালারিপাত্তু শিখেছিলেন পরিণীতি চোপড়া। বারে বারে খাবার ও এক্কেবারে বাড়ির তৈরি খাবার খাওয়াই ছিল পরিণীতির ওজন ঝরানোর মূল মন্ত্র। কেবল দেখার জন্য নয়, পরিণীতি রোগা হতে চেয়েছিলেন মন ভাল রাখার জন্যও।