Image Source: Instagram

বিগ বস ১৭-তে অংশ নিয়ে চর্চায় এসেছিলেন অঙ্কিতা লোখান্ডে।

Image Source: Instagram

সেখানে তাঁর বর ভিকি জৈনও ছিলেন, দুজনের সম্পর্ক নিয়ে চর্চা হয়।

Image Source: Instagram

এবার কাস্টিং কাউচের বিরুদ্ধে মুখ খুললেন অঙ্কিতা লোখান্ডে।

Image Source: Instagram

১৯ বছর বয়সেই নাকি এক প্রযোজক তাঁর ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন।

Image Source: Instagram

একটি দক্ষিণী ছবির অডিশন দিয়েছিলেন অঙ্কিতা।

Image Source: Instagram

অডিশনে পাশ করলে তাঁকে কন্ট্র্যাক্টে সই করতে বলা হয়।

Image Source: Instagram

সেখানে গিয়েই প্রযোজক তাঁকে আলাদা ঘরে নিয়ে যান।

Image Source: Instagram

অঙ্কিতাকে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন সেই প্রযোজক।

অডিশনে ডাক এসেছে শুনে আত্মহারা হয়েছিলেন অঙ্কিতা।



Image Source: Instagram

কিন্তু এই ঘটনায় সেখান থেকে চলে আসেন অঙ্কিতা লোখান্ডে।