বিয়ের পরেই বারে বারে প্রশ্নের মুখে পড়েছে নেহা কক্কর ও রোহনপ্রীত সিংহের সম্পর্ক। আর এবার কি, আট বছরের ছোট স্বামীর সঙ্গে সত্যিই ঘর ভাঙতে চলেছে নেহা কক্করের? নেহা কক্করের জন্মদিন থেকে শুরু করে, একাধিক বিশেষ দিনে হামেশাই পাশে দেখা যেত না স্বামী রোহনপ্রীতকে। নেহা-রোহনপ্রীতের সম্পর্ক নিয়ে গুঞ্জন হলেও, কখনও মুখ খোলেননি নেহা কক্কর। কিন্তু সদ্য সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়ে দিয়েছেন তাঁর ও রোহনপ্রীতের সম্পর্কের সত্যিটা ৩ বছর হয়ে গেল, বিয়ে হয়েছে নেহা ও রোহনপ্রীতের। তাই একটি সিদ্ধান্ত নিয়েছেন নেহা। 'হানিমুন ফেজ়' কাটিয়ে নেহা এবার সম্পূর্ণ মন দিতে চান তাঁর কাজে, কেরিয়ারে। তবে কাজের বাইরে অবশ্যই স্বামীর জন্য সময় থাকবেষ কিন্তু কাজকেই প্রাধান্য দিচ্ছেন নেহা বলিউডের বেশ জনপ্রিয় সঙ্গীতশিল্পী নেহা, একাধিক প্লে-ব্যাক করেছেন তিনি। নেহা স্পষ্ট করলেন, তাঁর ও রোহনপ্রীতের সম্পর্ক রয়েছে স্বাভাবিকই।