চর্চায় কাঞ্চন-শ্রীময়ী.. তবে এর আগেও বারে বারে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চূড়ান্ত ট্রোলিং-কটাক্ষ সহ্য করতে হয়েছে একাধিক টলিতারকাকে। তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসতেই, শুভেচ্ছাবার্তার সঙ্গে সঙ্গে কটাক্ষও জুটেছে অনুপম রায়ের কপালে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়ে চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। তিনবার বিয়ে ও তিনবারই বিচ্ছেদ, পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, বার বার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনকে আতসকাচের নিচে ফেলেছে সোশ্যাল মিডিয়া। নবনীতা দাসের সঙ্গে জিতু কমলের বিচ্ছেদে অবশ্য তেমন কটাক্ষ নয়, বরং সম্পর্ক শুধরে নেওয়ার উপদেশই এসেছে আইনত বিচ্ছেদ হলেও নতুন কোনও সম্পর্কের কথাই ঘোষণা করেননি জিতু বা নবনীতা কেউই। সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক, রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদ, কটাক্ষ শুনতে হয়েছে সোহিনী সরকারকেও। দেবলীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে ট্রোলিং সহ্য করতে হয়েছে তথাগত মুখোপাধ্যায়কেও। ট্রোলিং না হলেও, বারে বারে আতসকাচের তলায় রাখা হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একাধিক বিবাহ ও তাঁর ব্যক্তিগত সম্পর্ককে।