ধনকুবের, শিল্পপতি পরিবারের ছেলে অনন্ত আম্বানি প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ের প্রস্তুতি চলছে এমনিতে মুখচোরা হলেও, এবার নিজেকে মেলে দিলেন অনন্ত রাধিকার প্রতি অনুভূতি, অসুস্থতা, সব নিয়েই অকপট তিনি জানালেন, ছোট থেকেই অসুস্থ তিনি, স্থূলতার সমস্যা আজও ভোগাচ্ছে একসময় ডাক্তাররাও হাত তুলে নেন, শুধু পরিবার এবং রাধিকা পাশে ছিলেন অনন্ত জানিয়েছেন, রাধিকা তাঁর স্বপ্নের নায়িকা, স্তম্ভসমান উপস্থিতি রাধিকা ও অনন্তের মূল্যবোধও এক, উদারমনস্ক তাঁরা, পশুদের প্রতি যত্নশীল রাধিকাই তাঁকে শক্তি, সাহস জুগিয়েছেন, হবু স্ত্রীর প্রশংসা অনন্তের হয়ত বেশি কষ্টে রয়েছেন অনেকে, তবে আক্ষেপ নেই তাঁর, জানালেন অনন্ত