কাঁধ ছোঁয়া চুল সবসময় ঝলমলে, তরতাজা। কীভাবে নিজের চুলের যত্ন করেন অনুষ্কা শর্মা? অনুষ্কা কখনোই শুধু শ্যাম্পু ব্যবহার করেন না। অবশ্যই তার পরে কন্ডিশনার লাগান। অনুষ্কা এমন জিনিস ব্যবহার করতে পছন্দ করেন যা বাহ্যিক নয়, চুল করবে গোড়া থেকে শক্ত। নিজের ত্বক ও চুলের জন্য যা যা শরীরচর্চা জরুরি, সেই সবই নিয়ম করে করেন অনুষ্কা শর্মা চুলে বাইরের ধুলো বা দোলের রং লাগার মতো পরিস্থিতি হতে অনুষ্কা লাগিয়ে নেন নারকেল তেল ডিমের কুসুম, আমলা পাউডার ও নারকেল তেল দিয়ে তৈরি প্যাক মাথায় লাগান অনুষ্কা শর্মা কলা ও নারকেলের দুধের তৈরি প্যাকও মাথায় লাগান অনুষ্কা। অনুষ্কা লব হেয়ারকাট পছন্দ করেন। এতে চুলের খুব বেশি যত্ন লাগে না অনুষ্কা সম্পূর্ণ নিরামিশ কিন্তু পুষ্টিকর খাবার খান