লম্বা ঝলমলে চুল, কীভাবে নিজের চুলের যত্ন নেন সুহানা খান? সুহানা হেয়ার কন্ডিশানিংয়ের ওপর জোর দেন, এতে চুল নরম থাকে। সুহানা নিয়মিত হেয়ার স্পা করান, এতেও চুল নরম থাকে। শুধু কন্ডিশনার বা স্পা করেন না সুহানা, তিনি নিয়মিত চুলে সেরাম ব্যবহার করেন। যে কোনও শ্যাম্পু নয়, তাঁর চুলের ধরণের কথা মাথায় রেখে তৈরি বিশেষ শ্যাম্পু ব্যবহার করেন সুহানা। শুধু বাইরে থেকে চর্চা নয়, চুলের যত্ন নিতে সুহানা ডায়েটে রাখেন প্রোটিন সুহানা নিয়মিত ওয়ার্ক আউট করেন, এতে কেবল চুলের নয়, গোটা শরীরের রক্ত সঞ্চালন ভাল হয়। সুহানা চুল নরম রাখার জন্য একাধিক হেয়ার মাস্ক ব্যবহার করেন। চুলে যাতে কোনোমতে খুশকি না হয়, সেইদিকে নজর রাখেন সুহানা চুলে যাতে ধুলো নোংরা কম লাগে, সেইদিকে সবসময় নজর রাখেন সুহানা খান