তাঁদের নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে, এই গুঞ্জন সোশ্যাল মিডিয়া জুড়ে।



কিন্তু জন্মদিনে থেমে গেল যাবতীয় গুঞ্জন। একসঙ্গে ছবি পোস্ট করলেন তাঁরা।



দেব ও রুক্মিণী মৈত্র। সোশ্যাল মিডিয়ায় দেবের জন্মদিনে ছবি পোস্ট করলেন রুক্মিণী।



যেহেতু খাদান-এ রুক্মিণী ছিলেন না, সেই কারণেই এই ছবির প্রচারে দেখা যায়নি রুক্মিণীকে



আর সেই সুযোগেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, দেব নাকি ইধিকা পালের সঙ্গে প্রেমে মজে।







আর সেই কারণেই নাকি রুক্মিণীর সঙ্গে নাকি দেবের দূরত্ব বেড়ে গিয়েছে।



তবে এই ঘটনাকে নিয়ে কথা বলতে নিতান্তই নারাজ দেব বা রুক্মিণী কেউই।



এমনকি ইধিকা পালও এই জল্পনাতে উড়িয়ে দিয়েছেন



আজ দেব ও রুক্মিণী একসঙ্গে ছবি প্রকাশ করতেই প্রকাশ্যে এল আসল সত্যিটা