প্রথম বার সকলের সঙ্গে
পরিচয় হয়েছিল বড়দিনেই


একবছর আগের বড়দিনে
প্রথম বার রাহার দর্শন পান সকলে


এবারের বড়দিনেও ফের সকলের
মনজয় করল ছোট্টটি


আলিয়া ভট্ট-রণবীর কপূরের
কন্যার বয়স এখন ২


কপূরদের 'ক্রিসমাস লাঞ্চে'
ত্রয়ীকে দেখা গেল একসঙ্গে


মিষ্টি হাসিতে পাপারাৎজিদের
অভিবাদন তারকা-কন্যার


আধো বুলিতে 'মেরি ক্রিসমাস'
বলে শুভেচ্ছা সকলকে


যেতে যেতে সকলের উদ্দেশে
ছুড়ে দিল ফ্লাইং কিসও


বাবার ন্যাওটা রাহা সারাক্ষণ
রণবীরকে আঁকড়েই থাকল


সাদা ও বেবি পিঙ্ক ফ্রকে
সকলের নজর কাড়ল মিষ্টি মেয়ে