ধারাবাহিক 'যমুনা ঢাকি'তে কাজ করার সময় আলাপ শ্বেতা ভট্টাচার্য্য ও রুবেল দাসের।



ধারাবাহিক থেকে শুরু হওয়া সেই আলাপ গড়ায় প্রেমে। শীঘ্রই তাঁরা বসছেন বিয়ের পিঁড়িতে।



তবে ঠিক কীভাবে শুরু হয়েছিল শ্বেতা ভট্টাচার্য্য আর রুবেল দাসের প্রেমের গল্পটা?



শ্বেতা বলেছিলেন, তিনি প্রথম থেকেই বুঝতে পারতেন রুবেলের তাঁর প্রতি ভাললাগা রয়েছে।




তবে রুবেলের মধ্যে নাকি এতটাই ছেলেমানুষি ছিল, শ্বেতা মজা করে তাঁকে 'বেটা' বলতেন।


এই মজা করতে করতেই দুজনের বন্ধুত্ব, তারপরে ধীরে ধীরে কাছে আসা।



শ্বেতার রুবেলের ওপর একটাই অভিযোগ, তিনি নাকি শ্বেতাকে বড় বেশি খাবার ছবি পাঠান



শ্বেতা তন্বী হলেও তাঁর নাকি মোটা হওয়ার ধাত রয়েছে। আর বিরিয়ানি খুব প্রিয় তাঁর।



শ্বেতা রুবেলের মধ্যে কাজ নিয়ে খুব সুন্দর বোঝাপড়া রয়েছে।



তাঁরা মনে করেন একজনের কাজ না থাকলে অপরজন সংসার চালাবে।