বয়স ৪৩ পেরিয়েছে, তবু যেন তিনি একেবারে ষোড়শী। জানেন কোন ডায়েট মেনে চলেন সানি লিওন?



সানি লিওন কড়াভাবে নিরামিষাশী। তিনি কোনওরকম আমিষ খাবার খান না।



এক গ্লাস ডাবের জল বা লেবুর জল দিয়ে সকালটা শুরু করতে ভালবাসেন সানি লিওন।



সকালের জলখাবারে দারচিনি পাউডার আর ব্রাউন সুগারের সঙ্গে ওটমিল খান সানি লিওন।



পছন্দের খাবার থাকলেও কখনোই বেশি খাবার খেয়ে ফেলেন না সানি লিওন।



দুপুরের খাবারে গ্রিন জ্যুস, সবজি ও ২-৩টে রুটি খান সানি লিওন



রাতের খাবারে সবজি ও সালার্ড খান সানি লিওন। রাতের খাবার হালকাই খান তিনি।



নিয়মিত শরীরচর্চা করেন সানি লিয়ন, এই রুটিন কখনও বাদ পড়ে না।



ডায়েটে ভিটামিন ও মিনারেলের লেবেল বজায় রাখেন সানি লিয়ন।