আজ জন্মদিন টলিউড অভিনেত্রী ইশা সাহার। দেখে নিন, জন্মদিনে শাড়িতে কেমন ঝলমলে টলিউড অভিনেত্রী। গাঢ় সবুজ সিল্কের শাড়ির সঙ্গে ফুলহাতা ব্লাউজ, সাবেকি ধাঁচের কস্টিউম জুয়েলারিতে সেজেছেন ইশা সাহা। চুল রেখেছেন খোলা। সাদা লিলেন শাড়ি, ডিপ নেক ফুলহাতা ব্লাউজ আর খোঁপার ফুটে নজরকাড়া ইশা। গয়না বলতে কেবল কানের অক্সিডাইজ় ভারি ঝুমকো। সবুজ-হলুদ কম্বিনেশনের সাবেকি সাজ ইশার। গলায় কস্টিউম জুয়েলারির সঙ্গে চুলে সাইড পার্টিং করে খোঁপা বেঁধেছেন ইশা। শাড়িতেও আধুনিকা। লাল নীল শাড়ির সঙ্গে অক্সিডাইজ় গয়না, ছোট খোলা চুলের সঙ্গে গিগি গ্লাসে একেবারে অন্যরকম লুকে ইশা। প্রিন্টেড শাড়ির সঙ্গে স্লিভলেস কালো ব্লাউজ, ওয়েভি চুলের সঙ্গে ইশার এই সাজের বিশেষত্ব নোজ়পিন। ঢালা লাল শাড়ির সঙ্গে অফ সোলডার সাদা ব্লাউজ, চুলে এলো খোঁপা। ইশার এই লুকটি বেশ প্রশংসিত শাড়ির সঙ্গে স্লিলেটো, মেকআপ-গয়না সামান্যই। ইশার এই লুকটি বেশ আধুনিক ও নজরকাড়া। চুড়ি, খোঁপার ফুল, কপালের টিপে এক্কেবারে সাবেকি সাজ। লাল শাড়িতে ইশাকে দেখাচ্ছে ভীষণ মিষ্টি ব্যাকব্রাশ করে বাঁধা খোঁপা, গাঢ় সবুজ সরু জরি পাড়ের শাড়ির সঙ্গে কলার দেওয়া ব্লাউজ। এই সাজে বিশেষত্ব ইশার ভারি কানের দুল।