বলিউডে প্রায়ই কাস্টিং কাউচ নিয়ে অনেকে সরব হন। এই কাস্টিং কাউচের শিকার বিদ্যা বালনও। জনৈক পরিচালক একান্তে তাঁকে নিজের ঘরে ডেকেছিলেন। একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন বিদ্যা। সেই ছবির পরিচালক তাঁর সঙ্গে দেখা করতে চান। প্রথমে কফিশপে, সেখান থেকে পীড়াপীড়িতে নিজের ঘরে। বুদ্ধিমান বিদ্যা দরজা খোলা রেখেই ভিতরে ঢোকেন। পরিচালক বুঝতে পারেন, তাঁর একমাত্র উপায় ঘর থেকে বেরিয়ে যাওয়া। সেভাবে কাস্টিং কাউচের শিকার হতে হয়নি বিদ্যাকে। আত্ম-সংরক্ষণই ছিল বিদ্যার একমাত্র হাতিয়ার, আজ নিজগুণে জনপ্রিয় তিনি।