তাঁর বয়স বোঝা যায় না.. বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী তিনি। কিন্তু কোন ম্যাজিকে?



বিপাশা সকালবেলা ওটস ও দারুচিনি খান। ওটসে পেট থাকে ভরা আর দারুচিনি মেটাবলিজম বাড়ায়।



দুপুরে বিপাশা খান ২টো সোয়্যা চাপাটি, সালার্ড, চিকেন, ডাল ও সবজি।



রাতে বিপাশা গান গ্রিলড মাছ বা মাংস, অলিভ অয়েল দিয়ে তৈরি সবজি, এছাড়া গ্রীন সালার্ড।



বিপাশার যখন মিষ্টি খেতে ইচ্ছে করে, তিনি একটা আপেল খেয়ে নেন। এছাড়া খান জলে ভেজান আমন্ড।



বিপাশা আঙুর, ক্যাপসিকাম, স্যামন, অ্যাভোগাডো, ব্লু-বেরি, গ্রীন টি, মাংস ও মিষ্টি আলু খান



বিপাশা কোনও ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করেন না। তিনি একেবারে তাজা ফল ও সবজি খেতে ভালবাসেন।



মাংসের সঙ্গে মেশানো প্রচুর পরিমাণে সবুজ সবজি খান বিপাশা।



সারাদিনে ৬ বার নয়, মোট ৮ বার খাবার খান বিপাশা।



খাবারের সঙ্গে সঙ্গে রোজ কড়া শরীরচর্চা করেন বিপাশা