তিনি নাচি বলিউডের জাতীয় ক্রাশ! তাঁর অভিনয়ে, ডান্স মুভে মুগ্ধ আর থেকে আশি।



কিন্তু কী খেয়ে এত ফিট থাকেন তৃপ্তি দিমরি?



ডায়েটের সঙ্গে সঙ্গে কড়া শরীরচর্চাও করেন তৃপ্তি আর সেই কারণেই এত ফিট তিনি।



সকলের জলখাবারটা পুষ্টিকর খান তৃপ্তি। তালিকায় থাকে আমন্ড মিল্ক, বাদাম আর ওটস



তৃপ্তি উঠেই সকালে কিশমিশ ও কিশমিশ ভেজানো জল খান।



দুপুরের খাবারে অবাক করা খাবার খান তৃপ্তি! ভাত আর ডাল!



দুপুরের খাবারে আরও থাকে সালার্ড, সবুজ সবজি। সঙ্গে আচার আর পাঁপড় খান তৃপ্তি।



রাতের খাবারে ১ বাটি স্যুপ, ডিম সিদ্ধ ও সবজি খান তৃপ্তি।



তৃপ্তি দিমরি সারা দিনে প্রচুর জল খান, শরীরের পাশাপাশি এতে তাঁর ত্বক ও চুল ভাল থাকে।



জিমের সঙ্গে সঙ্গে যোগা-তেও অনেকটাই সময় দেন তৃপ্তি।