সংগ্রাম করতে করতে উঠে আসা। নিজেকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়া। কে না চান ?

অনুপ্রেরণা হিসেবে অনেকেই তাঁর লড়াইকে সামনে রাখেন, তিনি শাহরুখ খান।

সেই শাহরুখ খানের বলিউডে বাদশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া একদিনে হয়নি।

কীভাবে তিনি উঠে এসেছেন, তা অজানা নয় কারো।

এহেন বাদশা যখন নিজের মুখেই বলেন, আত্মবিশ্বাসের অভাবে তিনিও ভোগেন অন্যদের মত !

তবে একইসঙ্গে পথ বাতলেছেন সবকিছু কাটিয়ে কীভাবে এগিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে হবে

একবার এক অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, দিনে অনেকবার আত্মবিশ্বাস হারান তিনি।

তিনি বলেন, “লোকে ভাবে আমি অ্যারোগেন্ট, রুড”। আসলে তা কিন্তু নয়।

এরপর সফলভাবে এগিয়ে যাওয়ার মন্ত্র শোনা যায় তাঁর মুখে

বলেন, ‘সকালে এটা ভেবে ঘুম থেকে উঠতে হবে যে আমিই সেরা’

শাহরুখ বলেন, ‘এটা করতে পারলে তবেই গুড বা বেটার হতে পারব আমরা’

তিনি বলেন, ‘আমিও একটা সময় আত্মবিশ্বাস হারিয়ে ফেলতাম।'

'এরকম নয় যে স্টেজে ভাল কথা বলি বলে আমি আত্মবিশ্বাস হারাই না‘

‘আমার এটা বলতে কোনও দ্বিধা নেই যে, আমিও ভয় পাই।'

'আমারও দুঃখ হয়। দিনে অনেকবার আত্মবিশ্বাসও হারাই’।

তিনি আরও বলেন, এসব সত্ত্বেও উঠে দাঁড়ানো , ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি। জরুরি আত্মবিশ্বাস ফিরিয়ে আনা।

শাহরুখ বলেন, পিছিয়ে পড়লে এগিয়ে যাওয়াটাই জরুরি।

যত দুর্বল মনে হবে নিজেকে, তত এগিয়ে যেতে হবে। শক্তি তখনই ফিরবে।

শাহরুখের বার্তা, চাঁদের উদ্দেশে লাফ না দিলে ১০ তলা বা ২০ তলায় পৌঁছবেন কী করে ?

অর্থাৎ লক্ষ্য বড় হতে হবে তবেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছনো যাবে।

বিশ্বাস রাখতে হবে নিজের উপর। আপনিই যে সেরা, সকালে উঠে এটা নিজেকে বলতে হবে।

আর এই আত্মবিশ্বাসই সাহায্য করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার। জীবনযুদ্ধে জেতার।

Image Source: PTI