সেই শাহরুখ খানের বলিউডে বাদশা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া একদিনে হয়নি।
এহেন বাদশা যখন নিজের মুখেই বলেন, আত্মবিশ্বাসের অভাবে তিনিও ভোগেন অন্যদের মত !
একবার এক অনুষ্ঠানে শাহরুখ খান বলেন, দিনে অনেকবার আত্মবিশ্বাস হারান তিনি।
বলেন, ‘সকালে এটা ভেবে ঘুম থেকে উঠতে হবে যে আমিই সেরা’
'এরকম নয় যে স্টেজে ভাল কথা বলি বলে আমি আত্মবিশ্বাস হারাই না‘
'আমারও দুঃখ হয়। দিনে অনেকবার আত্মবিশ্বাসও হারাই’।
যত দুর্বল মনে হবে নিজেকে, তত এগিয়ে যেতে হবে। শক্তি তখনই ফিরবে।
অর্থাৎ লক্ষ্য বড় হতে হবে তবেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছনো যাবে।
আর এই আত্মবিশ্বাসই সাহায্য করবে আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার। জীবনযুদ্ধে জেতার।