সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন হিনা খান। বিয়ে করেছেন তিনি।

Published by: ABP Ananda
Image Source: Instagram/@realhinakhan

ক্যানসার আক্রান্ত অভিনেত্রীর বিয়ে নিয়ে আবেগপ্রবণ ছিলেন সবাই। কিন্তু হিনা-র বিয়েতে ছিল একাধিক বিশেষত্ব। সেগুলি কী কী?

Image Source: Instagram/@realhinakhan

হিনা খান ও রকি জয়সোয়ালের বিয়ের থিম ছিল, 'Forest-living jungle'

Image Source: Instagram/@realhinakhan

লাল বা সাদা নয়, একেবারে উল্টো পথে হেঁটে হিনা ওপাল গ্রিন আর হালকা গোলাপির মিশেলে সেজেছিলেন নিজের বিয়েতে।

Image Source: Instagram/@realhinakhan

হিনা মণীশ মলহোত্রর তৈরি একটি ওপাল গ্রিন শাড়ি পরেছিলেন। শাড়ির আঁচলে হিনা আর রকির নাম লেখা ছিল।

Image Source: Instagram/@realhinakhan

খুব হালকা গয়না পরেছিলেন হিনা, তবে তার সবটাই ছিল ভিন্টেজ কালেকশনের।

Image Source: Instagram/@realhinakhan

হিনা খানের মেহেন্দিতেও ছিল বিশেষত্ব। হাতে ও পায়ে ছিল ফ্লোরাল মোটিফের কাজ।

Image Source: Instagram/@realhinakhan

হিনা ভীষণ সাদামাটা মেক আপ করেছিলেন, চুল রেখেছিলেন খোলা।

Image Source: Instagram/@realhinakhan

মাত্র ২০ জন অতিথি নিয়ে নিজের বিয়ে সেরেছিলেন হিনা ও রকি।

Image Source: Instagram/@realhinakhan

হিনার সাজের সঙ্গে মিলিয়ে রকি ও একটি খুব হালকা শেরওয়ানি পরেছিলেন। সেটিও ছিল মণীশ মলহোত্রর ডিজাইন

Image Source: Instagram/@realhinakhan