ইন্ডাস্ট্রির অন্যতম ফিট নায়িকা তিনি। মালাইকা আরোরা খান। তাঁর বয়স হয়েছে ৫১ বছর

Published by: ABP Ananda
Image Source: Instagram/@malaikaaroraofficial

কিন্তু কোন ম্যাজিকে এত ফিট মালাইকা? খাওয়া দাওয়ার ক্ষেত্রে কী কী নিয়ম মেনে চলেন অভিনেত্রী?

Image Source: Instagram/@malaikaaroraofficial

মালাইকা খাবার প্রথম নিয়ম হল, তিনি সন্ধে ৭টার পরে, আর কোনও খাবার খান না।

Image Source: Instagram/@malaikaaroraofficial

থালায় নয়, মালাইকা বাটিতে খেতে পছন্দ করেন। এতে তাঁর খাবার পরিমাণ সম্পর্কে একটা আন্দাজ থাকে।

Image Source: Instagram/@malaikaaroraofficial

সূর্যাস্তের পরে মালাইকা আর কিছু না খাবারই চেষ্টা করেন। তিনি মূলত দিনে ১৭ ঘণ্টা না খেয়ে থাকেন

Image Source: Instagram/@malaikaaroraofficial

সকালে উঠে ভারি কিছু খান না মালাইকা। কেবল এক চামচ ঘি দিয়ে তিনি তাঁর উপবাস ভাঙেন।

Image Source: Instagram/@malaikaaroraofficial

ভাত-রুটি সব কিছুই খান মালাইকা। তবে তাঁর খাবার তালিকা থেকে বাদ তেল ও চিনি। ঘড়ি ধরে খাবার খেতেই পছন্দ করেন মালাইকা

Image Source: Instagram/@malaikaaroraofficial

পছন্দের খাবার খেতে ইচ্ছা হলেও, তা খুব অল্প পরিমাণে খান মালাইকা। একেবারে বেশি না খেয়ে তিনি অল্প অল্প করেই খেতে পছন্দ করেন

Image Source: Instagram/@malaikaaroraofficial

খাবার পছন্দ করার সময় সবসময়ে নিজের বয়সকে মাথায় রাখেন মালাইকা। যে খাবারগুলি খেলে বার্ধক্য ধীর গতিতে আসে সেগুলোই পাতে রাখেন মালাইকা

Image Source: Instagram/@malaikaaroraofficial

মালাইকার মতে, ডায়েট করা মানে উপবাস নয়। বরং সুষম খাবার দিয়ে নিজের প্লেট ভরিয়ে তোলা

Image Source: Instagram/@malaikaaroraofficial