সালোয়ার কামিজ মানেই মা কাকিমাদের পোশাক নয়, স্টাইল করে সালোয়ার কামিজ পরতে জানলে আপনিও হয়ে উঠবেন ট্রেন্ডি



সালোয়ার কামিজ পরার সময় কখনও গলা দিয়ে ওড়না নেবেন না, এতে মোটা দেখাতে পারে।



সবসময় ওড়না একদিক দিয়ে নিন, এতে লম্বা দেখানোর ইলিউশন তৈরি হয়।



গোল গলা নয়, বেছে নিন ভি-গলা সালোয়ার কামিজ। এতে গলা লম্বা দেখায়।



ফুল হাতা নয়, বেছে নিন থ্রি-কোয়াটার্ হাতা। এতে আপনার হাল লম্বা ও সুন্দর দেখাবে।



সালোয়ার কামিজের সঙ্গে চোকার বা নেকপিস পরবেন না। এতে গলা ঢাকা পরে যাবে।



ভি গলা খালিই রাখুন। কানে পরতে পারেন ছোট ঝুমকো বা অন্যান্য দুল।



পায়ে পরতে পারেন ট্রান্সপারেন্ট হিল, এতে আপনাকে লম্বা দেখাবে।



চুল উঁচু করে বেঁধে নিতে পারেন। উঁচু পনিটেল বা বান করলে লম্বা দেখায়।



সবশেষে.. নিজের ওপর ভরসা রাখুন। প্রত্যেকটা মানুষই সুন্দর।