বাড়িতে হামলার পর থেকেই তিনি বেশি চর্চায়। ত্রস্ত তাঁর পরিবারও।
ABP Ananda

বাড়িতে হামলার পর থেকেই তিনি বেশি চর্চায়। ত্রস্ত তাঁর পরিবারও।



সেদিন রাতে কী ঘটেছিল ছোটে নবাবের অন্দর মহলে,  জানতে চেয়েছে মানুষ ।
ABP Ananda

সেদিন রাতে কী ঘটেছিল ছোটে নবাবের অন্দর মহলে, জানতে চেয়েছে মানুষ ।



বাবাকে ওইভাবে আহত হতে দেখে কী প্রতিক্রিয়া ছিল তৈমুর বা জেহর ?
ABP Ananda

বাবাকে ওইভাবে আহত হতে দেখে কী প্রতিক্রিয়া ছিল তৈমুর বা জেহর ?



সেই রাতে নবাব পরিবারে কী ঘটেছিল , তার নানা ব্যাখ্যা সামনে এসেছে বিভিন্ন সময়ে।
ABP Ananda

সেই রাতে নবাব পরিবারে কী ঘটেছিল , তার নানা ব্যাখ্যা সামনে এসেছে বিভিন্ন সময়ে।



ABP Ananda

সেদিন রাত কী কী ঘটেছিল, পুঙ্খানুপুঙ্খ জানিয়েছেন সেফ, বোম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে।



ABP Ananda

সেদিন সেফের সঙ্গেই ছিল তৈমুর। করিনা তখন পাগলের মতো সকলকে ফোন করছিলেন।



ABP Ananda

কিন্তু তখন কেউ জেগে ছিলেন না। কেউ ফোন তুলছিলেন না।



ABP Ananda

'তৈমুর আমায় জিগ্যেস করল, তুমি কি মরে যাবে ' বললেন সেফ



ABP Ananda

' পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, বুঝতে পারছিলাম , কিছু একটা হয়েছে। '



'করিনার দিকে তাকিয়ে বললাম, আমি পরে যাব না'



তারপর তৈমুরকে নিয়েই হাসপাতালে যান সেফ।